মানুষ সাধ্য অনুযায়ী বাধ্য
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا.
আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।
কুরআনী পাঠশালা : আল্লাহ ফলফলাদি গাছের এমন ডালে রাখেন না যা ওই ডাল ধারণ করতে পারবে না, সুতরাং তাঁর পক্ষ থেকে তোমার ওপর আরোপিত প্রত্যেক দায়িত্বের জন্য তুমি উপযুক্ত! যে রণাঙ্গনের ভিড়ে তিনি তোমাকে নিয়ে ফেলেছেন তুমি তার যোগ্য! যে সীমান্ত প্রতিরক্ষার দায়িত্ব তোমার কাঁধে দিয়েছেন সেটা তোমারই সীমান্ত, সুতরাং তুমি তাতে লেগে থাক! যত দুঃখ-দুশ্চিন্তাই তোমাকে আক্রান্ত করুক তাকে ধারণ করার ক্ষমতা তোমার রয়েছে। যত বালা-মুসিবত তোমাকে বিপর্যস্ত করুক তাকে সহ্য করার ক্ষমতা তোমার রয়েছে। বিপদ-আপদ, বালা-মুসিবত সাময়িকভাবে তোমাকে বিধ্বস্ত করলেও তা তোমাকে শক্তি যোগাবে, অতএব তুমি তোমার অবস্থান ত্যাগ করো না!
এমন সব চমৎকার দিকনির্দেশনার জন্য সংগ্রহ করুন কুরআনের পাঠশালায় পাঠশালা নামের গুরুত্বপূর্ণ
Reviews
There are no reviews yet.